ইলেকট্রনিক (G2P) পদ্ধতিতে নাইক্ষংছড়ি উপজেলার সম্মানিত ২০২৪-২০২৫ অর্থ বছরে নিয়মিত সকল বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী উপকারভোগীদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, আপনাদের মোবাইলে ভাতার প্রথম কিস্তির (জুলাই"২০২৪ হতে সেপ্টেম্বর"২০২৪ পর্যন্ত) তিন মাসের অর্থ বয়স্ক ও বিধবা ভাতাভোগীদের ১,৫০০/- টাকা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের ২,৫৫০/- টাকা স্ব-স্ব বিকাশ হিসাব নাম্বারের পাঠানো শুরু হয়েছে। ভাতার সাথে ক্যাশ আউট চার্জ সরকার দিয়েছে। বিকাশ এজেন্টের কাছ থেকে পুরো টাকা বুঝে নেবেন। কোন অতিরিক্ত টাকা যেন কেটে না রাখে। কোন প্রতারক ফোন করে পিন নাম্বার বা কোন নাম্বার চাইলে দিবেন না। সমাজসেবা অফিস থেকে ফোন করে কেউ পিন নাম্বার চাইবে না। টাকা মোবাইলে আসার সাথে সাথে সেটি উত্তোলন করে ফেলুন। যেকোন সমস্যায় উপজেলা সমাজসেবা কার্যালয়, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান এর যোগাযোগ করুন। ধন্যবাদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস