০১। বাসেযোগে :
ঢাকা অথবা চট্টগ্রাম হতে শ্যামলী/এস.আলম/সৌদিয়া এবং অন্যান্য যে কোন যানবাহনের মাধ্যমে সরাসরি বামু বাইপাস নামতে হবে। রামু বাইপাস হতে টমটম/রিক্সা করে রামু চৌমুনী আসবেন। তারপর রামু চৌমুনী থেকে সরাসরি সিএনজি/টমটম করে নাইক্ষ্যংছড়ি থানা মোড়ে নেমে রিক্সা/টমটম করে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসা যায়।
০২। বিমানযোগে :
ঢাকা/চট্টগ্রাম হতে বিমানে কক্সবাজার এয়ারপোর্টে আসতে হবে। কক্সবাজার হতে প্রাইভেট গাড়ীতে সরাসরি উপজেলায় সমাজসেবা কার্যালয়ে আসা যাবে অথবা বাস/সিএনজি/ অন্য যে কোন যানবাহনের মাধ্যমে রামু বাইপাস হতে টমটম/রিক্সা করে রামু চৌমুনী তারপর রামু চৌমুনী থেকে সরাসরি সিএনজি/টমটম করে নাইক্ষ্যংছড়ি থানা মোড়ে নেমে রিক্সা/টমটম করে উপজেলায় সমাজসেবা কার্যালয়ে আসা যাবে অথবা কক্সবাজার হতে সিএনজি করে সরাসরি উপজেলায় সমাজসেবা কার্যালয়ে আসা যায়।
০৩। সপ্তাহিক ছুটি ছাড়া বান্দরবান থেকে সরাসরি পূবাণী বাসে করে দুপুর ১.০০ ও ১.৩০ মিনিটে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস